ঈদের প্রথমদিন উপলক্ষে বিভিন্ন চ্যানেলে আয়োজন
ঈদ এসে গেছে। তার সাথে সাথে নিয়ে এসেছে নানারকম আয়োজন। প্রতি ঈদে বিভিন্ন চ্যানেলে ঈদ উৎসব ওকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিবারের মতো এই ঈদেও বিভিন্ন চ্যানেলে নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ঘরে বসেই এসব অনুষ্ঠান অনেকে উপভোগ করতে চান। বাংলা প্রতিটি চ্যানেলেই নাটকসহ সিনেমা ও নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চলুন জেনে নেওয়া যাক কোন কোন চ্যানেলে কোন ধরনের অনুষ্ঠান হবে এবং কখন এই অনুষ্ঠানগুলো আরম্ভ হবে।
পেজ সূচিপত্রঃ ঈদের প্রথমদিন উপলক্ষে বিভিন্ন চ্যানেলে আয়োজন
- ঈদের প্রথমদিন উপলক্ষে বিভিন্ন চ্যানেলে আয়োজন
- বিটিভি তে ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
- এটিএন বাংলা তে ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
- চ্যানেল আই তে ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
- মাছরাঙা টেলিভিশন এ ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
- এনটিভি তে ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
- বৈশাখী টেলিভিশন এ ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
- নাগরিক টেলিভিশন এ ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
- আরটিভি তে ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
- দীপ্ত টেলিভিশন এ ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
- মন্তব্যঃ ঈদের প্রথমদিন উপলক্ষে বিভিন্ন চ্যানেলে আয়োজন
ঈদের প্রথমদিন উপলক্ষে বিভিন্ন চ্যানেলে আয়োজন
এই ঈদে ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দেশের সব টেলিভিশন চ্যানেলগুলো। আপনাদের
জন্য এই ঈদে থাকছে চলচ্চিত্র,একক নাটক,ধারাবাহিক নাটক, ম্যাগাজিন
অনুষ্ঠান,গানের অনুষ্ঠান,নৃত্যানুষ্ঠান সহ নানা ধরনের আয়োজন।
আপনার জন্য এ অনুষ্ঠান ছাড়াও থাকছে ওটিটি প্লাটফর্ম গুলোর দেশীয় সিনেমা ও
সিরিজ। মাইসেল্ফ এলেন স্বপন টু, চাঁদরাতে মুক্তি পাবে এই সিরিজটি। রহস্য রেখে
শেষ হওয়া এই সিরিজটি অতিথি প্ল্যাটফর্ম এর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন।
আরও পড়ুনঃ বাংলা ১২ মাসের নাম ও ক্যালেন্ডার ২০২৫
তোর কি অ্যাপ ডাউনলোডের মাধ্যমে এই সিরিজটি দেখতে পারেন। এছাড়াও আপনি দেখতে
পারবেন ছায়া নামক সিনেমা। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে বার্তা
ছড়িয়ে দিতে এই সিনেমাটি তৈরি করা হয়েছে। এই ঈদে মুক্তি পাচ্ছে এই সিনেমা
টি।
এইযে মুক্তি পাচ্ছে হাউ সুইট মুভিটি। এ সিনেমাটি সম্পূর্ণ বিনোদন নির্ভর।
এছাড়াও নতুন সিরিজ মুক্তি পাচ্ছে জিম্মি। এই সিরিজটি আপনি হৈচৈ অ্যাপের
মাধ্যমে পেয়ে যাবেন।সিরিজ গুলো এবং মুভি গুলো দেখার মাধ্যমে আপনার ঈদকে আরো
আনন্দময় করে তুলুন।
বিটিভি তে ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
বিটিভির অনুষ্ঠান শুরু হবে সকাল সাতটা বিশ মিনিটের পর থেকে। অর্থাৎ সকাল ৮
টায় বিটিভিতে দেখতে পাবেন শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান। এরপরে বিটিভিতে চোখ
রাখলে দেখতে পারবেন সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান।
নিত্যানুষ্ঠানের ৩০ মিনিট পর সকাল ৯:৩০ মিনিটে শুরু হবে বক্স অফিস পর্ব ১।
যারা রান্না ভালবাসেন তাদের জন্য এই ৩০ মিনিট পরে শুরু হবে রান্না বিষয়ক
অনুষ্ঠান সকাল দশটায়। এর ৩০ মিনিট পর অর্থাৎ সকাল ১০ঃ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে
ম্যাগাজিন অনুষ্ঠান চাওয়া পাওয়া।
৪০ মিনিট পর অর্থাৎ বেলা ১১ টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে শিশুতোষ
নৃত্যানুষ্ঠান যার নাম নুপুরের ছন্দে। বেলা ১১ঃ৩৫ এ শিশুদের জন্য থাকছে ম্যাজিক
শো। এবং দুপুর ১২:১০ মিনিটে শুরু হবে বিতর্ক অনুষ্ঠান। বারোটা পঞ্চাশ মিনিটে
অনুষ্ঠিত হবে দ্বৈতসঙ্গীত অনুষ্ঠান।
অনুষ্ঠানটির নাম শুধু দুজনায়। এই অনুষ্ঠানের অতিথি হিসেবে থাকছেন
নাসির,প্রিয়াঙ্কা,পিয়াল হাসান,স্মরণ,রিজিয়া পারভীন,পলাশ ল,মুহিন খান,
সুলতানা চৌধুরী ও মোমিন বিশ্বাস। বিটিভিতে বিকেল ৪:৪৫ মিনিটে আপনাদের জন্য
থাকছে দ্বৈত সংগীতানুষ্ঠান গান আমার গান।
এর অতিথি হিসেবে থাকছেন ইথুন বাবু,পরান আহসান,মৌসুমী চৌধুরী,আকলিমা মুক্তা,এস
আই মিঠু। বিটিভিতে ৫ টা ৩৫ মিনিটে থাকছে শহীদের রক্ত সাগর পর্ব এক অনুষ্ঠান।
এরপর সন্ধ্যা থেকে শুরু হবে তারকাদের আড্ডা। এ অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা
ছয়টা দশ মিনিটে।
এবং তারপর বিটিভিতে চোখ রাখলে আপনি পাবেন সন্ধ্যা ৭ টায় ব্যান্ড শো। রাত ৮:৩০
মিনিটে থাকছে ছায়াছন্দ। রাত দশটায় ম্যাগাজিন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার নাম
আনন্দ মেলা। রাত এগারোটা পাঁচ মিনিটে বিটিভিতে অনুষ্ঠিত হবে একক সংবিধান
অনুষ্ঠান।
যার শিল্পী হিসেবে থাকছেন বেবি নাজনিন। রাত ১১ঃ৩০ মিনিটে একক সঙ্গীতা অনুষ্ঠান
অনুষ্ঠিত হবে। যার শিল্পী থাকবেন কনকচাঁপা। আপনি আপনার ঈদকে আনন্দময় করতে হলে
বিটিভিতে চোখ রাখুন এবং ঈদের প্রথম দিন এ অনুষ্ঠানগুলো সারাদিন উপভোগ
করুন।
এটিএন বাংলা তে ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
এনটিভি বাংলা চ্যানেল এ ও থাকছে ঈদ উপলক্ষে ঈদের প্রথম দিন নানা ধরনের
অনুষ্ঠান ও আয়োজন। এনটিভি বাংলায় সকাল আটটায় অনুষ্ঠান শুরু হবে। সকাল ৮ টায়
অনুষ্ঠিত হবে চায়ের চুমুকে নামক প্রভাতী অনুষ্ঠান।
এটিএন বাংলাতে দুপুর একটা ২৫ মিনিটে ছোটদের ম্যাজিক অনুষ্ঠান হৈচৈ অনুষ্ঠিত
হবে। বিকাল ৫ঃ৩০ মিনিটে এটিএন বাংলাতে অনুষ্ঠিত হবে কমেডি শো হাউস নাম্বার ৪২০।
এরপর এটিএন বাংলার পর্দাতে চোখ রাখলে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে আপনি
দেখতে পাবেন বিশেষ নাটক বউ বেশি বোঝে।
যেটির অভিনয়ে অভিনেতা হিসেবে থাকছেন মোশারফ করিম এবং অভিনেত্রী হিসেবে থাকছেন
তানিয়া বৃষ্টি। সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে এটিএন বাংলার পর্দাতে আপনি
পাচ্ছেন নাটক প্রেম ভাই। এটির অভিনয় থাকছেন তৌসিফ ও তটিনী।
এটিএন বাংলায় রাত ৮ টা ৫০ মিনিটে আপনি নাটক দেখতে পাবেন ঘরের কথা ঘরেই থাক।
এটির অভিনয় থাকছেন সালাউদ্দিন লাভলু, আবদুল্লাহ রানা,শুভাশিস ভৌমিক,আঞ্জুমান
আরা শিরিন, ইরফান সাজ্জাদ,সামিরা খান মাহি,সাইদুর রহমান,সুজাত শিমুল সহ আরো
অনেকে।
এটিএন বাংলায় রাত ১০:৩০ মিনিটে থাকছে ঈদ বিনোদন মেলা বিশেষ অনুষ্ঠান। এবং রাত
এগারোটায় দেখতে পাবেন টেলিফিল্ম হৃদয়ে রেখেছি গোপনে। এটার অভিনয় থাকছে ইয়াস
রোহান ও তটিনী। অনুষ্ঠানগুলো উপভোগ করার জন্য এটিএন বাংলার পর্দায় চোখ
রাখুন।
চ্যানেল আই তে ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
চ্যানেল আইতে অনুষ্ঠান শুরু হবে ২:৩০ মিনিটে। দুইটা তিরিশ মিনিটে প্রথমে
আপনি টেলিফিল্ম হিসেবে দেখতে পাচ্ছেন তোমাদের গল্প। এটির অভিনয় অভিনেতা
হিসেবে থাকছেন জোভান এবং অভিনেত্রী হিসেবে থাকছেন তটিনী।
চ্যানেল আইতে বিকেল ৪:৩০ মিনিটে টেলিফিল্ম হিসেবে থাকছে একান্নবর্তী। এটির
অভিনয়ে থাকছেন নিলয়,হিমে,তারিক আনাম খান।চ্যানেল আয়ের পর্দাতে সন্ধ্যা
ছয়টা দশ মিনিটে আপনি পাবেন ধারাবাহিক নাটক মিশন মুন্সিগঞ্জ।
আরও পড়ুনঃ বিকাশ পেমেন্টে ঈদের কেনাকাটা
এটির অভিনয় থাকছেন আফজাল হোসেন,চঞ্চল চৌধুরী, আসনা হাবিব ভাবনা। এবং
চ্যানেল আই এ চোখ রাখলে আপনি সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে নাটক পাবেন সামনে
সমুদ্র। এটির অভিনয় থাকছেন আবুল হায়াত,শাহেদ শরীফ খান, তানজিকা আমীন,
আহসান হাবিব নাসিম।
এবং চ্যানেল আইয়ে রাত ৯ টা ৩৫ মিনিটে নাটক হিসেবে থাকছে চালাকি। এটির
অভিনয় থাকছে শ্যামলা মাওলা,মিহি আহসান,চিত্রলেখা গুহ। ঘরে বসে ঈদের এই
অনুষ্ঠানগুলো চ্যানেল আই উপভোগ করুন এবং আপনার ঈদকে আনন্দময় করে
তুলুন।
মাছরাঙা টেলিভিশন এ ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
মাছরাঙ্গা টেলিভিশনে সকাল সাতটা থেকে ঈদের অনুষ্ঠান শুরু হবে। সকাল
৭ঃ০০ টায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠান রানা সকাল। যার অতিথি হিসেবে থাকছেন
সংগীত শিল্পী লুইপা। মাছরাঙ্গা টেলিভিশনে বেলা ১:৩০ মিনিটে অনুষ্ঠিত
হবে সেই জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুর।
এবং বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনে পাবেন
ব্রেকআপ থেকে শুরু নামক নাটক।এটার অভিনয় থাকছেন নিলয় এবং হিমি।
মাছরাঙ্গা টেলিভিশনের সন্ধ্যা সাতটা বিশ মিনিটে ধারাবাহিক নাটক থাকছে
বিয়ের জালা।
এটির অভিনয় থাকছে শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, নাদিয়া মিম। এবং
মাছরাঙ্গা টেলিভিশনের পর্দায় রাত ৮ঃ০০ টায় দেখতে পাবেন নাটক বেকার
বারেক। এটির অভিনয় থাকছেন মোশারফ করিম ও সালহা খানম নাদিয়া।
মাছরাঙ্গা টেলিভিশনের পর্দায় রাত ৯ টা ১০ মিনিটে দেখতে পাবেন
ধারাবাহিক নাটক মধুমালা। এই নাটকটির অভিনয় থাকছে চঞ্চল চৌধুরী ও
মৌসুমী হামিদ। মাছরাঙ্গা টেলিভিশনের রাত দশটা বিশ মিনিটে থাকছে নাটক
বাজি।
এটির অভিনয় থাকছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। মাছরাঙ্গা
টেলিভিশনে পর্দায় চোখ রেখে অনুষ্ঠানগুলো উপভোগের মাধ্যমে আপনি
আপনার ঈদকে আনন্দময় করে তুলুন। এবং আনন্দময় সময় ব্যয় করুন।
এনটিভি তে ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
এনটিভি ঈদ উপলক্ষে অনুষ্ঠান শুরু হবে সকাল ৮:৩০ মিনিটে। এন টিভির
পর্দায় সকাল ৮ টা ৩০ মিনিটে নিত্যানুষ্ঠান থাকছে চৈতালি হাওয়া।
এনটিভিতে এরপর ঈদ উপলক্ষে অনুষ্ঠান থাকছে দুপুর ২ টা ৩০ মিনিটে
টেলিফিল্ম রাইট অর রং।
এটির অভিনয় থাকছেন পার্থ শেখ, মীর রাব্বি ও পারসা ইভানা। এন টিভি
পর্দায় সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ধারাবাহিক নাটক থাকছে রূপবানের
প্রেম। এ ধারাবাহিকের অভিনয় থাকছেন তাসনুভা তিশা,সৈয়দ জামান
সাওন,রুবাইয়া এশা ও কচি খন্দকার।
এনটিভিতে সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে একক নাটক থাকছে মিরাকল
লাভা। এটির অভিনয় থাকছেন মুশফিক আর ফারহান ও স্পর্শিয়া। ঈদের
প্রথম দিন এন টিভির পর্দায় রাত ৯ টা ১৫ মিনিটে থাকছে একক নাটক
গরিব জামাই। এর অভিনয় থাকছেন মোশারফ করিম এবং তানিয়া
বৃষ্টি।
এটিএন বাংলাতে রাত এগারোটা পাঁচ মিনিটে একক নাটক হিসেবে থাকছে
নসিব। এর অভিনয় থাকছেন নিলয় হিমি। এবং এনটিভিতে রাত বারোটা এক
মিনিটে ব্যান্ড সংগীত এর অনুষ্ঠান হিসেবে থাকছে তারুণ্যের গান।
এখানে ব্যান্ড থাকবেন পার্সা অ্যান্ড ফ্রেন্ডস।
বৈশাখী টেলিভিশন এ ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
বৈশাখী টেলিভিশনে ঈদের আয়োজন শুরু হবে সকাল ৮ টা ১৫ মিনিটে।
প্রথমে শুরু হবে বৈশাখীর সকালের গান অনুষ্ঠানটির মাধ্যমে। এ
অনুষ্ঠানের অধীনে হিসেবে থাকছেন কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন।
বৈশাখী টেলিভিশনের পর্দায় বেলা ১১ টায় থাকছে গানে গানে ঈদ
আনন্দ।
এ অনুষ্ঠানের অতিথি হিসেবে থাকছেন কণ্ঠশিল্পী ঐশী ও তার দল।
বৈশাখী টেলিভিশনের পর্দায় দুপুর বারোটা ত্রিশ মিনিটে থাকছে
অনুষ্ঠান ফানি মোমেন্ট। এবং বৈশাখী টেলিভিশনের পর্দায় বেলা
একটাই থাকছে শুধু সিনেমার গান। বেলা একটা ৩০ মিনিটে থাকছে
নাটকের গান অনুষ্ঠান।
বৈশাখী টেলিভিশনের পর্দায় চোখ রাখলে ৫:১৫ মিনিটে আপনি পাবেন
ধারাবাহিক নাটক ব্ল্যাক মানি। এর অভিনয়ে থাকছে কাজী হায়াত,
ওমর সানি, ডন, অমিত হাসান ও হাসান জাহাঙ্গীর। বৈশাখী
টেলিভিশনের পর্দায় চোখ রাখলে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে
ধারাবাহিক নাটক পাবেন মানি লোকের মান।
এর অভিনয় থাকছে জাহের আলভী, ফারজানা আহসান মিহি ও আব্দুল্লাহ
রানা। বৈশাখী টেলিভিশনে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ধারাবাহিক
নাটক থাকছে শাশুড়ির বিয়ে। এর অভিনয় থাকছে মীর সাব্বির, আ খ
ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাসার ও
শেলী আহসান।
এরপরে থাকছে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ধারাবাহিক নাটক
লন্ডনি জামাই। এর অভিনয় থাকছেন রাশেদ সীমান্ত, অহনাগ রহমান ও
আহসানুল হক মিনু। এবং রাত ৮ঃ১৫ মিনিটে একক নাটক হিসেবে থাকছে
প্যারাই আছে নবাব। এর অভিনয় থাকছে মোশারফ করিম ও তাসনুভা
তিশা।
বৈশাখী টেলিভিশনের পর্দায় রাত ৯ টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক
থাকছে ট্রাক ড্রাইভার। এর অভিনয় থাকছেন শহিদুজ্জামান সেলিম,
ফারহানা মিলি ও ফারজানা ছবি। বৈশাখী টেলিভিশনের পর্দায় রাত ৯
টা ৫৫ মিনিটে একক নাটক থাকছে,
ডাকাতিয়া প্রেম যার অভিনয় থাকছে জোভান অ কেয়া পায়েল। এবং
বৈশাখী টেলিভিশনের পর্দায় রাত ১১ঃ৪০ মিনিটে মেগা নাটক হিসেবে
থাকছে কুবের মাঝে। যার অভিনয় থাকছেন শিপন মিত্র ও আঁচল
আঁখি।
নাগরিক টেলিভিশন এ ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
নাগরিক টেলিভিশনে ঈদের অনুষ্ঠান শুরু হবে সকাল ছয়টা
থেকে। ঈদের প্রথম দিন হিসেবে নাগরিক টেলিভিশনে প্রথম
সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে সকাল ছয়টায় যার নাম গানের
মেলা। এ অনুষ্ঠানের শিল্পী হিসেবে থাকছেন বাপ্পা মজুমদার।
নাগরিক টেলিভিশনের পর্দায় সকাল ৮ টায় নাটক থাকছে লাভ
এন্ড ওয়ার।
নাগরিক টেলিভিশনে রাত আটটায় থাকছে নাটক চোর পুলিশ যার
অভিনয় থাকছেন মোশারফ করিম ও রোবেনা রেজা জুই। এরপর নাগরিক
টেলিভিশনের পর্দায়ত নয়টা ত্রিশ মিনিটে থাকছে লাইভ
সঙ্গীতানুষ্ঠান বাংলা বাউল। যার শিল্পী হিসেবে থাকছেন শফি
মন্ডল ও বন্যা তালুকদার।
আরটিভি তে ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
আর টিভিতে ঈদের প্রথম দিন হিসেবে অনুষ্ঠান শুরু হবে
বিকেল পাঁচটা ৩০ মিনিটে। বিকেল পাঁচটা ৩০ মিনিটে সংগীত
অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মিউজিক লাউঞ্জ। এই অনুষ্ঠানটির
শিল্পী হিসেবে থাকছেন হায়দার হোসেন। আর টিভির পর্দায়
সন্ধ্যা ছয়টায় থাকবে টকশো ঈদ কার্নিভাল।
আর টিভির পর্দায় সন্ধ্যা সাতটায় একক নাটক থাকছে নীল
রংয়ের সাইকেল। যার অভিনয় থাকছেন শামীম হাসান
সরকার ও তানিয়া বৃষ্টি। আর টিভির পর্দায় রাত
নয়টা দশ মিনিটে ধারাবাহিক নাটক থাকছে এক্সকিউজ মি
প্লিজ।যার অভিনয় থাকছেন শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম
হাসান অনিক ও শখ।
আর টিভির পর্দায় চোখ রাখলে আপনি রাত নয়টা ত্রিশ মিনিটে
পেয়ে যাচ্ছেন একক নাটক খাল কেটে কুমির। এর অভিনয়
থাকছেন নিলয় ও হিমি। এবং রাত এগারটা ত্রিশ মিনিটে
আরটিভির পর্দায় চোখ রাখলে পাবেন একক নাটক সুন্দরী ভাতা।
যার অভিনয় থাকবে মশাররফ করিম ও হিমি।
দীপ্ত টেলিভিশন এ ঈদের প্রথমদিন উপলক্ষে আয়োজন
দীপ্ত টেলিভিশনে ঈদের আয়োজন হিসেবে প্রথম
অনুষ্ঠান শুরু হচ্ছে দুপুর ১২ঃ১০ মিনিটে। দুপুর
১২ঃ১০ মিনিটে দীপ্ত টিভির পর্দায় থাকছে আমাদের
ছবি আমাদের গান পর্ব ১। দীপ্ত টিভির পর্দায় বিকেল
পাঁচটা পঞ্চাশ মিনিটে তুর্কি ধারাবাহিক থাকবে গুড
ডক্টর।
সন্ধ্যা সাতটায় একক নাটক হিসেবে দীপ্ত টিভির
পর্দায় থাকছে বউ আমার মেম্বার। এই নাটকটির অভিনয়
থাকবেন মোশারফ করিম ও রোবেনার রেজা জুই। এরপর
দীপ্ত টিভির পর্দায় রাত আটটায় একক নাটক থাকছে
মাকড়সা।
এই নাটকটির অভিনয় রয়েছেন সাবিলা নূর ও শ্যামল
মাওলা। দিপ্ত টিভির পর্দায় চোখ রাখলে রাত ৯ টা
৪০ মিনিটে দেখতে পাবেন ধারাবাহিক নাটক কথা হবে
হিসাব করে। এবং রাত দশটায় রিয়েলিটি শো হিসেবে
দীপ্ত টিভির পর্দায় থাকছে ,
দীপ্ত স্টার হান্ট ঈদ স্পেশাল বাই রাফসান।দীপ্ত
টিভির পর্দায় রাত ১১ টা ১০ মিনিটে একক নাটক হিসেবে
থাকছে শহরের যত রং এবং এই নাটকটির অভিনয় রয়েছেন
খায়রুল বাশার ও তটিনী। দীপ্ত টালিভিশন আপনাদের জন্যে এই ঈদটি আরো বেশি উপভোগ যোগ্য করে তোলার জন্যে,
এই আয়োজন গুলো করে থাকছে। দীপ্ত টিভি তে চোখ রাখার মাধ্যমে আপনি এই অনুষ্ঠান গুলো উপভোগ করেত পারবেন। এবং আপনি আপনার ঈদ এ একটি ভাল সময় পার করতে পারবেন। তাই ঈদের প্রথম দিন থেকে চোখ রাখুন দীপ্ত টেলিভিশন এ।
মন্তব্যঃ ঈদের প্রথমদিন উপলক্ষে বিভিন্ন চ্যানেলে আয়োজন
ঈদ উপলক্ষে টিভি চ্যানেল গুলো আপনাদের জন্য নিয়ে
আসছে এই অনুষ্ঠানসমূহ। অনুষ্ঠানগুলো দেখার মাধ্যমে
আপনি আপনার ঈদকে আনন্দময় করতে পারবেন। ঈদে
বিরক্তিকর সময়গুলো পার করার জন্য এই নাটকগুলো
আপনাকে সাহায্য করবে।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীগণের এই
নাটক সমূহ সকলেরই পছন্দ হবে। আপনি চাইলেই এই টিভি
চ্যানেলের এই নাটকগুলো টফি অ্যাপেও দেখতে পারেন।
নাটকগুলো উপভোগ করার মাধ্যমে আপনি আপনার ঈদকে
আনন্দময় করে তুলুন।
এবং আপনার পরিবারের সাথে এই ঈদে নাটক ও সিমেনা গুলো উপভোগ করতে পারবেন। আপনার অবসর সময় গুলো দূর করতে এই আয়োজন গুলো সাহায্য করবে। আপনার বাসায় টিভি থাকলে খুব সহজেই এই অনুষ্ঠান গুলো দেখতে পারবেন।
আমিন একটিভ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url