চুলের যত্নে লেবু পাতার ব্যবহার
চুলের যত্নে লেবু পাতার ব্যবহারের ফলে আপনার চুলের আদ্রতার ঘাটতি পূরণ করবে। লেবু পাতায় ভিটামিন সি কেরোটিন এবং প্রোটিন সমৃদ্ধ উৎস, যা চুলকে শক্তিশালী করতে এবং স্বাস্থ্যকর চুল বৃদ্ধি করতে সাহায্য করে।
এটির চুলের প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখার মাধ্যমে চুলের অকাল পাকা হওয়া কমায়। সাধারণত চুলের যত্নের লেবুর রস সরাসরি ব্যবহার করা হয়। আরো ভালো ফলাফল পেতে লেবুর রস দিয়ে হেয়ার মাস্ক ব্যবহার করা যায়।
পেজ সূচিপত্র : চুলের যত্নে লেবু পাতার ব্যবহার
- চুলের যত্নে লেবু পাতার ব্যবহার
- লেবু পাতা ব্যবহারের মাধ্যমে চুল লম্বা করার উপায়
- চুলের যত্নে লেবু পাতার পানি ব্যবহার
- লেবুর পাতা ব্যবহারের উপকারিতা
- চুলের যত্নে লেবু পাতার চা এর উপকারিতা
- চুলের যত্নে মধু ও লেবুর পাতা একত্রে উপকারিতা
- লেবুর পাতা ব্যবহারের অন্যান্য উপকারিতা
- চুলের যত্নে লেবু পাতা ও জবা ফুলের একত্রে ব্যবহার
- লেবুর পাতার রস সারারাত চুলে রাখা যাবে কি না
- মন্তব্য: চুলের যত্নে লেবু পাতার ব্যবহার
চুলের যত্নে লেবু পাতার ব্যবহার
অতি প্রাচীনকাল থেকেই চুলের যত্নে লেবুর পাতা ব্যবহার করা হয়। লেবুর পাতা যেমন চুলের যত্ন রাখে তেমনি মাথার ত্বকের ও যত্ন রাখে। লেবুর পাতাতে ভিটামিন সি থাকে। এটি কোলাজেন উৎপাদন করতে সাহায্য করে এবং চুলের বৃদ্ধি করে। এটি খুশকি কে নিয়ন্ত্রণ রাখতে পারে।
লেবুতে থাকে সাইট্রিক এসিড, এই সাইট্রিক অ্যাসিড ও চুলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করে। খুশকি দূর করতে, তেলতেলে ভাব দূর করতে, ঝলমলে চুলের জন্য চুল বৃদ্ধির জন্য লেবুর পাতার গুরুত্ব অপরিসীম। লেবুর পাতাতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য,যা চুলের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।
লেবু পাতা ব্যবহারের মাধ্যমে চুল লম্বা করার উপায়
ঘন ও লম্বা চুলের জন্য লেবু পাতার হেয়ার প্যাক ব্যবহার করা যায়। এতে থাকা পুষ্টি উপাদান গুলো চুলের বৃদ্ধিতে সাহায্য করে। যেভাবে লেবু পাতা চুলে ব্যবহার করবেন-
- শ্যাম্পু করার পর দুই কাপ পানিতে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন এবং চুল ধুয়ে ফেলুন।
- লেবুর রসের সাথে ডাবের পানি মিশাতে পারেন। এক্ষেত্রে একই পরিমাণ লেবুর রস ও ডাবের পানি মিশিয়ে তুলোতে করে ভিজিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করতে পারেন। এবং বিশ মিনিট পর সেটি ধুয়ে ফেলুন।
- অ্যালোভেরার সাথেও লেবুর রস ব্যবহার করা যায়। দুই চামচ এলোভেরার সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে চুলে লাগান। এবং ত্রিশ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন ।
- লেবুর রস নারকেল তেলের সাথে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে দুই চামচ নারকেল তেল ও এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। ষাট মিনিট পর সেটি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চুলের যত্নে লেবু পাতার পানি ব্যবহার
চুলের যত্নে লেবু পাতার পানি অনেক উপকারী। আপনার চুল যদি রুক্ষ শুষ্ক হয়ে থাকে সে ক্ষেত্রে লেবু পাতার পানি ব্যবহার করতে পারেন। হয়তো ভাবছেন লেবু পাতার পানি কিভাবে চুলে ব্যবহার করা যায়, এই লেবু পাতার পানি কিভাবে তৈরি করবেন চলেন জেনে নেই
প্রস্তুত প্রণালী ও ব্যবহার:
- লেবু পাতার পানি ব্যবহারের জন্য প্রথমে একটি পরিষ্কার পাত্র নিন
- পরিষ্কার পাত্রে এক কাপ পরিমাণ পানির সাথে এক মুঠো টাটকা সতেজ লেবুর পাতা মিশিয়ে চুলায় হালকা তাপে ফুটিয়ে নিন।
- পানি ফোটানো হয়ে গেলে এই পানি একটি পরিষ্কার ছাকনি দিয়ে ছে থেকে নিন। এবং একটি স্প্রে বোতলে সংরক্ষণ করুন।
- তৈরি হয়ে গেল লেবু পাতার পানি এবং আপনি আপনার ফ্রিজিং চুলে নিয়মিত এই পানি স্প্রে করে ব্যবহার করুন।এতে করে আপনার চুলের রূক্ষতা অনেক কমে যাবে।
লেবুর পাতা ব্যবহারের উপকারিতা
লেবুর পাতা চুলে ব্যবহারের মাধ্যমে চুলপড়া কমায়।এটি রুক্ষ ও শুষ্ক ও চুলকে সিল্কি চুলে পরিণত করে।এটি চুলের খুশকি দূর করে এবং চুলের তৈলাক্ততা দূর করে। লেবুর পাতা ব্যবহারের মাধ্যমে চুলের বৃদ্ধি হয় চুল পড়া কমে যায়, আগা ফাটা রোধ হয় এবং কন্ডিশনার হিসেবেও এটি কাজ করে।
আরো পড়ুন:
লেবুর পাতাতে সাইট্রিক এসিড থাকায় এটি চুলের উজ্জ্বলতা বাড়ায়। অর্থাৎ সাইনি সিল্কি চুলের জন্য লেবুর পাতার গুরুত্ব অপরিসীম। লেবুর পাতার মধ্যে সব ধরনের পুষ্টি উপাদান থাকাতে চুলের সব ধরনের সমস্যায় সহায়তা করে।
চুলের যত্নে লেবু পাতার চা এর উপকারিতা
চুলের যত্নে লেবু পাতার চায়ের কার্যকরী ভূমিকা রয়েছে। লেবু পাতাতে ভিটামিন সি ও সাইট্রিক এসিড রয়েছে। চুলের উজ্জ্বলতার জন্য লেবুর পাতার দিয়ে কন্ডিশনার বানিয়ে নেওয়া যায়। গরম পানিতে লেবুর পাতা সিদ্ধ করতে হবে। এরপর পানিটি ঠান্ডা করতে হবে।
আরো পড়ুন:
তারপর সেই ঠান্ডা পানি কন্ডিশনার হিসেবে চুলের ব্যবহার করা যায়। এ কন্ডিশনার চুলের রুক্ষতা ও শুষ্কতা দূর করে। চুলকে উজ্জ্বল ও মসৃণ বানায়। চুলের আগা ফাটা প্রতিরোধ করে।
চুলের যত্নে মধু ও লেবুর পাতা একত্রে উপকারিতা
মধু ও লেবুর পাতা চুলকে কন্ডিশনিং করতে সাহায্য করে। এটি চুলের তৈলাক্ত ভাব দূর করে। মধু ও লেবুর পাতা একত্রে ব্যবহার চুল পড়া রোধ করে। এক চামচ লেবুর পাতার রসের সাথে তিন চামচ মধু মিশিয়ে নিয়ে মাথার চুলের গোড়ায় লাগাতে হবে।
২০ মিনিট রেখে দেয়ার পর হালকা শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। এটি চুলের গোড়া শক্ত করবে এবং চুল পড়া রোধ করবে। চুলকে উজ্জ্বল দেখাবে। ভালোভাবে মাথা পরিষ্কার করার পর চুলে অলিভ অয়েল দিতে হবে। চুলের যত্নে অলিভ অয়েলের আলাদা গুনাগুন রয়েছে।
লেবুর পাতা ব্যবহারের অন্যান্য উপকারিতা
লেবুর পাতার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ক্যান্সার, কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট রয়েছে। লেবুর পাতা মাইগ্রেনের সমস্যা উপশম করে। লেবুর পাতার মধ্যে উপস্থিত সাইট্রিক এসিড কিডনিতে পাথরের সমস্যাকে প্রতিরোধ করে।
আরো পড়ুন:
লেবুর পাতার মধ্যে উপস্থিত অ্যালকালয়েড ঘুম সংক্রান্ত সমস্যা দূর করে। লেবুর পাতা কৃমির সমস্যা দূর করে।অর্থাৎ রোগ প্রতিরোধে লেবুর পাতা কার্যকরী ভূমিকা রাখে ।
চুলের যত্নে লেবু পাতা ও জবা ফুলের একত্রে ব্যবহার
চুলের উজ্জ্বলতার জন্য লেবুর পাতা ও জবা ফুলের পাতা একত্রে ব্যবহার করতে পারেন। এটি আপনার চুলের আদ্রতার ঘাটতি পূরণ করবে। এর প্রতিটি উপাদান চুলে যোগায় পুষ্টি এবং সে সঙ্গে হেয়ার ফলিকল থেকে মৃত কোষ সরিয়ে দেয়।
প্রয়োজন মত পানি মিশিয়ে আধা কাপ লেবু পাতা ও জবা ফুল কেটে নিন। মিক্সার বলে মিক্স করে নিন। এরপর মিশ্রণটি চুলে লাগিয়ে ৪০ মিনিট অপেক্ষা করুন।তারপর পরিষ্কার পানি ও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। এতে আপনার মাথার ত্বক পরিষ্কার হবে এবং চুল সিল্কি হবে।
লেবুর পাতার রস সারারাত চুলে রাখা যাবে কি না
সারারাত মাথার ত্বকে লেবুর পাতার রস রাখা যাবে না। এতে জ্বালাপোড়া হতে পারে। এতে থাকা বিভিন্ন এসিড দীর্ঘক্ষণ রাখার কারণে মাথার ত্বকের ক্ষতি করতে পারে। নির্দিষ্ট সময় অনুযায়ী চুলে রাখার পর সেটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
এতে করে জ্বালাপোড়া সহ অন্যান্য সমস্যা হবে না। পরিষ্কার পানিতে ধরে ফেলার পর রাতে ঘুমানোর পূর্বে অলিভ অয়েল বা অন্য যেকোন হেয়ার অয়েল ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে অলিভ অয়েলের কার্যকারিতা বেশি।
মন্তব্য: চুলের যত্নে লেবু পাতার ব্যবহার
চুলের যত্নে লেবু পাতার ব্যবহার অতুলনীয়। অনেকেই আছেন যারা চুলে অনেক দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন। আবার অনেকে চুলের যত্নে ভরসা করেন বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান । সেই প্রাকৃতিক উপাদান গুলোর মধ্যে প্রথমেই লেবুর পাতার নামটি জনপ্রিয়।লেবুর পাতার মধ্যে এমন সব উপকরণ রয়েছে যা আপনার মাথার ত্বকের যত্ন নেয়।
যার কারণে এটি আয়ুর্বেদিক পাতা হিসেবে ব্যবহার করা হয়। প্রতিদিন নিয়মিত লেবুর পাতা ব্যবহার করে আপনি চুলের বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন । তাই আজ থেকেই লেবুর পাতা দিয়ে চুলের যত্ন শুরু করে দিন। উপরে উক্ত কৌশল গুলো ব্যবহার করে আপনি পেতে পারেন ঝলমলে , উজ্জল, রুক্ষ শুষ্ক হীন চুল।
আমিন একটিভ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url