২০২৫ সালে লাইলাতুল ক্বদর কবে?

 

লাইলাতুল ক্বদর কবে?

কুর-আন মাজিদ এর ৯৭ তম সূরা হলো ‘আল-ক্বদর’। যার অর্থ মহিমান্বিত ।  সূরা টির বাংলা তর্জমা হলো –

“১) আমি কুরআন কে কাদরের রাতে নাযিল করেছি ,
 ২) তুমি কি জান ক্বদরের রাত কী ? 
৩) ক্বদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম,
 ৪) এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রব এর অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয় । 
৫) (এ রাতে বিরাজ করে) শান্তি আর শান্তি- ফজর উদয় হওয়া পর্যন্ত ।’’

উক্ত সূরা পাঠ এর মাধ্যমে বুঝা যায় লাইলাতুল ক্বদর বা মহিমান্বিত রাতের গুরুত্ব । এই রাতেই শ্রেষ্ঠ কিতাব আল-কুরআন নাযিল হয়েছে । কিন্তু লাইলতাতুল ক্বদর বা মহিমান্বিত রাত রমজান মাসে কবে সেটি নির্দিষ্ট করে বলা হয়নি ।

নবী কারীম (সা) কর্ত্তৃক নির্দেশিত দিন হলো রমজান মাসের শেষ ১০ দিন । এই ১০ দিন এর মধ্যে আর গুরুত্বপূর্ণ দিন হলো বিজোড় রাতসমূহ । তবে অনেকের মতে পুরো রমজানের ৩০ দিন/২৯দিন এর ভেতর বিজোড় রাত গুলোতে লাইলাতুল ক্বদর সন্ধ্যান করতে পারে। অর্থাৎ ২১,২৩,২৫,২৭ ২৯ রমজান এ লাইলাতুল ক্বদর পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আমিন একটিভ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url