২০২৫ সালে লাইলাতুল ক্বদর কবে?
লাইলাতুল ক্বদর কবে?
কুর-আন
মাজিদ এর ৯৭ তম সূরা হলো ‘আল-ক্বদর’। যার অর্থ মহিমান্বিত । সূরা টির বাংলা তর্জমা হলো –
“১)
আমি কুরআন কে কাদরের রাতে নাযিল করেছি ,
২) তুমি কি জান ক্বদরের রাত কী ?
৩) ক্বদরের
রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম,
৪) এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রব এর অনুমতিক্রমে
প্রত্যেক কাজে অবতীর্ণ হয় ।
৫) (এ রাতে বিরাজ করে) শান্তি আর শান্তি- ফজর উদয় হওয়া
পর্যন্ত ।’’
উক্ত
সূরা পাঠ এর মাধ্যমে বুঝা যায় লাইলাতুল ক্বদর বা মহিমান্বিত রাতের গুরুত্ব । এই রাতেই
শ্রেষ্ঠ কিতাব আল-কুরআন নাযিল হয়েছে । কিন্তু লাইলতাতুল ক্বদর বা মহিমান্বিত রাত রমজান
মাসে কবে সেটি নির্দিষ্ট করে বলা হয়নি ।
নবী কারীম (সা) কর্ত্তৃক নির্দেশিত দিন হলো রমজান মাসের শেষ ১০ দিন । এই ১০ দিন এর মধ্যে আর গুরুত্বপূর্ণ দিন হলো বিজোড় রাতসমূহ । তবে অনেকের মতে পুরো রমজানের ৩০ দিন/২৯দিন এর ভেতর বিজোড় রাত গুলোতে লাইলাতুল ক্বদর সন্ধ্যান করতে পারে। অর্থাৎ ২১,২৩,২৫,২৭ ও ২৯ রমজান এ লাইলাতুল ক্বদর পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ।
আমিন একটিভ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url